প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণ নিশ্চিতে ভিডিও নজরদারি !

নিজস্ব প্রতিবেদক : আগামী ২১ মার্চ পটিয়ায় অনুষ্ঠেয় প্রধানমন্ত্রীর জনসভায় নগরীর ৪৪ ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ভিডিও নজরদারির কথা জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘জনসভায় নগরীর ৪৪টি ওয়ার্ড অংশগ্রহণ করেছে কিনা সেজন্য ভিডিওচিত্র ধারণের ব্যবস্থা করা হচ্ছে। যারা উপস্থিত হবেন না তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রোববার বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি এ কথা জানান।

আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘নগরীর ৪৪টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা যাতে পটিয়ার জনসভায় অংশগ্রহণ করতে পারে সে লক্ষ্যে প্রতি ওয়ার্ডে গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। স্ব স্ব ওয়ার্ডের ব্যানার নিয়ে নেতাকর্মীরা দুপুর ১টার মধ্যেই জনসভাস্থলে উপস্থিত হবেন।’

এসময় তিনি জানান,প্রধানমন্ত্রী বিকেল ৩টার মধ্যেই সভাস্থলে উপস্থিত হবেন এবং আনুমানিক সাড়ে ৪টার মধ্যেই অনুষ্ঠান শেষ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো বলেন, ‘জনসভায় কোনো ব্যক্তিবিশেষ বা নেতার নামে স্লোগান দেয়া যাবে না। থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করতে চাইলে উনারা ওয়ার্ড আওয়ামী লীগের সাথে সমন্বিতভাবেই যেতে পারবেন।’

তিনি ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, তৃণমূল পর্যায় থেকে নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করার জন্য আপনারা কাল থেকে প্রতি ৩টি ইউনিট নিয়ে সভা আয়োজন করবেন। প্রয়োজনে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দও সেখানে অংশগ্রহণ করবে, তৃণমূল নেতাকর্মীদেরকে দিকনির্দেশনা দেবে।

সভায় আগামী ২৫ মার্চ রাত ৯ টা ১ মিনিটে ‘ব্ল্যাক আউট’ আয়োজনের সিদ্ধান্ত গৃহিত হয়।

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একুশে/এএ