চট্টগ্রাম: চট্টগ্রামের ভুজপুর থানার মোহাম্মদপুর চা বাগানের নৈশপ্রহরী বেলাল হোসেনকে (৫০) ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। নিহত বেলাল পাগলছড়ি এলাকার মৃত কালা মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে নিজের বাড়িতে খাবার খাচ্ছিলেন বেলাল। সেসময় তাকে বাগানের আরেক নৈশপ্রহরী নুরুল আলম ফোন করেন এবং বলেন বাগানে ডাকাত এসেছে। ফোন পেয়ে বেলাল ছুটে যান বাগানে। বাড়িতে ফিরতে দেরি হওয়ায় বেলালকে ফোন দেন তার ছোট মেয়ে। এসময় ফোন ধরে বাঁচাও বলে চিৎকার করেন বেলাল। এরপর পরিবারের সদস্যরা বাগানে ছুটে গিয়ে দেখেন বেলাল রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।
ভুজপুর থানার ওসি একেএম লিয়াকত আলী জানান, বেলালের সঙ্গে অপর এক যুবকের ঝগড়া হয়েছিল। একপর্যায়ে ওই যুবক ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন বেলাল। এরপর নাজিরহাট হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বেলালের বুকে চারটি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
