শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে অস্ত্রসহ বিএনপিকর্মী গ্রেফতার

| প্রকাশিতঃ ১৫ জুলাই ২০১৬ | ৩:২৫ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ থেকে দেশিয় তৈরি দুই নলা থ্রি কোয়াটার বন্দুকসহ এক বিএনপিকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর পাঁচটায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া খলিলুর রহমান বাপ্পি (৩২) নগরীর আরজু শাহের মাজার এলাকার মৃত হামিদুর রহমানের ছেলে। তিনি বিস্ফোরক আইনের তিনটি মামলার পরোয়ানাভুক্ত আসামি।

ডবলমুরিং থানার ওসি বশির আহমেদ খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিএনপিকর্মী বাপ্পির বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এসময় তার কক্ষে একটি সুদৃশ্য কাঠের বাক্স দেখে পুলিশের সন্দেহ হয়। পরে বাক্সটি ভেঙে দুই নলা বন্দুকটি পাওয়া যায়। তাকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে।