নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ইউজিসি প্রফেসর ও দেশের বরেণ্য অর্থনীতিবিদ ড. মইনুল ইসলামকে আজ সোমবার সন্ধ্যে সাড়ে ৬টায় সংবর্ধনা দেয়া হবে চবি ছাত্রছাত্রী ও অর্থনীতি পরিবারের পক্ষ থেকে।
একুশে পদক অর্জন করায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে উক্ত সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে সভাপতিত্ব করবেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মু. সিকান্দর খান।
অনুষ্ঠানে আলোচক থাকবেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আবুল মোমেন, বাংলাদেশ অর্থনীতি সমিতি চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি ড. ইরশাদ কামাল খান, চবি অর্থনীতি বিভাগের সভাপতি ড. নিতাই চন্দ্র নাগ।
একুশে/এএ
