ফ্রান্সে হামলাকারী যুবক ধর্মেকর্মে আগ্রহী ছিল না

hamlaঢাকা: ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের অনুষ্ঠানে ট্রাক নিয়ে হামলাকারী যুবক মোহাম্মদ লাহৌজ বোহলেল ব্যক্তিগত জীবনে খুব একটা ধার্মিক ছিল না। সে নিভৃত জীবনযাপন করতো। তার বিরুদ্ধে এর আগেও ছোটখাটো অপরাধের অভিযোগ রয়েছে। তবে কোনো জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তার সম্পৃক্ততা এখনো খুঁজে পায়নি ফরাসি পুলিশ।

তিউনিসিয়ান বংশোদ্ভূত ফরাসি ওই নাগরিক ব্যক্তিগত জীবনে বিবাহিত ও তিন ছেলে-মেয়ের বাবা। প্রতিবেশী ও পরিচিতজনদের বরাত দিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট ইউকে জানায়, হামলাকারী লরিচালক ধর্মকর্মে তেমন আগ্রহী ছিল না। সে অনেকটাই নিভৃতচারী ছিল।

বৃহস্পতিবার রাতে স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে নিস শহরে বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত আতশবাজি প্রদর্শনী চলাকালে লরি দিয়ে হামলা চালানো হয়। হামলাকারী জনসমাগমপূর্ণ ওই স্থানটির দুই কিলোমিটার সড়ক পর্যন্ত লরিটি চালিয়ে যায়। এ সময় লরির ভেতর থেকেই হামলাকারী পিস্তল দিয়েও গুলি ছুঁড়েছে। এতে নিহত হন ৮৪ জন এবং আহত হন শতাধিক। পুলিশ হামলাকারীকে হত্যা করতে সমর্থ হয়েছে। গাড়ির ভেতর থেকে গ্রেনেড ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি। তবে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ এটাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যায়িত করেছেন। জাতির উদ্দেশে দেয়া ভাষণে তিনি বলেন, এটা যে সন্ত্রাসী হামলা, তা অস্বীকার করা যায় না।

সর্বশেষ এই ঘটনার পর ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ আরও তিন মাস বাড়ানোর ঘোষণা দিয়েছেন ওলাঁদ। একই সঙ্গে তিনি ইরাক ও সিরিয়ায় জঙ্গিদের বিরুদ্ধে ফরাসি সরকারের পদক্ষেপ জোরদার করার কথা বলেছেন।

এদিকে এই ঘটনায় বাংলাদেশি কোনো প্রবাসী হতাহত হননি। সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন প্যারিসে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহিদুল ইসলাম। শুক্রবার দুপুরে শহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘প্রাথমিক তথ্যে আমরা যেটুকু জানতে পেরেছি, তাতে হতাহতদের মধ্যে বাংলাদেশি কেউ থাকার তথ্য এখনো নেই। আর ফ্রান্সের দাক্ষিণাঞ্চলের ওই অংশে বাংলাদেশি কেউ থাকেনও না।’

রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ দূতাবাসে হেল্প ডেস্ক (+331 46 51 90 33, helpdesk@bangladoot.org) চালু করা হয়েছে। কারও তথ্য মিললে হেল্প লাইনে যোগাযোগ করতে বলা হয়েছে।

ফ্রান্সের এই সন্ত্রাসী ঘটনায় নিন্দা জানিয়েছেন বিশ্ব নেতারা। বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই হামলার নিন্দা জানিয়ে ফরাসি সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।