মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরীকে দেখাশোনার দায়িত্ব মেয়রকে দিলেন প্রধানমন্ত্রী

একুশে ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের শারীরিক অসুস্থতার কথা জানিয়ে সহযোগিতা চেয়েছেন মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী। এসময় তাকে সাংগঠনিক দায়িত্ব দেয়ার জন্যও প্রধানমন্ত্রীর কাছে আবদার করেন।

গতকাল বুধবার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়ে গাড়িতে উঠে যান। গাড়ির দরজাও বন্ধ হয়ে যায়। এ সময় মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী দৌড়ে গিয়ে গাড়িতে টোকা দিয়ে বলেন, নেত্রী আমি মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরী। তাকে দেখে প্রধানমন্ত্রীর গাড়ির দরজা খুলে তার সাথে কথা বলেন।

এ সময় এনামুল হক চৌধুরী বলেন, ‘নেত্রী আমি মহিউদ্দিন চৌধুরীর জানাজায় আহত হয়েছি। আমার আর্থিক অবস্থা ভাল নয়।’ তিনি প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেন। এ সময় গাড়ির পাশে ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মুক্তিযোদ্ধা এনামুল হক চৌধুরীর কথা মনোযোগ দিয়ে শোনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে উপস্থিত সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের উদ্দেশে বলেন, ‘নাছির তুমি ওনাকে দেখবা।’

একুশে/এএ