চট্টগ্রাম : চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ’স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে চুয়েট পরিবারের বিপুল অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানমালার সূচনা ঘটে । শোভাযাত্রায় শিক্ষা ও তথ্য-প্রযুক্তিখাতে বর্তমান সরকারের বিভিন্ন যুগান্তকারী সাফল্য তুলে ধরে রং-বেরঙয়ের প্ল্যাকার্ড বহন করা হয়।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে সূচিত আনন্দ শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। শোভাযাত্রাটি পুরাতন প্রশাসনিক, পুরকৌশল ভবন, ইএমই ভবন, লেডিস হল, সাব-স্টেশন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল সংলগ্ন স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়।
এরপর চুয়েট স্বাধীনতা চত্ত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় আরো বক্তব্য রাখেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ আব্দুর রহমান ভূঁইয়া, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. কৌশিক দেব, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মোহাম্মদ ফজলুর রহমান।
