চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শনিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম এ আদেশ দেন।
দুইজন হলেন- তৌহিদুল আলম ও আরিফুল মোস্তাফা।
চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান বলেন, সীতাকুন্ড থানায় দায়েরকৃত অস্ত্র আইনের একটি মামলায় দুইজনকে দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে পুলিশ। শনিবার শুনাশি শেষে চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত গত বুধবার রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য তৌহিদুল আলমকে ও সীতাকুন্ডের বাড়বকুন্ড থেকে আরিফুল মোস্তফাকে গ্রেফতার করে পুলিশ।