ভুয়া সংবাদ প্রকাশ করলে দশ বছরের কারাদণ্ড

একুশে ডেস্ক : ফেক নিউজ বা ভুয়া নিউজের বিরুদ্ধে মালয়েশিয়ার সংসদে একটি আইন পাশ। আইনের শাস্তি হিসেবে বিধান থাকছে ১০ বছর কারাদণ্ড অথবা ১৩০,০০০ ডলার পর্যন্ত জরিমানা।

সোমবার মালয়েশিয়ার সংসদের আইনটি উত্থাপন করা হয়েছে।

মালয়েশিয়ায় প্রস্তাবিত আইনটিতে বলা হয়েছে ভুয়া খবর ছড়ানোর অপরাধে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড অথবা ১৩০,০০০ ডলার পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে।

আইনে আরো বলা হয়েছে – পত্র পত্রিকায় ছাপা বা রেডিও-টিভি অনলাইনে প্রচারিত খবর বা তথ্য যদি আংশিকও ভুল হয় তাহলে তাকে ‘ফেক নিউজ’ বা ভুয়া খবর হিসাবে বিবেচনা করা হবে।

মালয়েশিয়া বা মালয়েশিয়ার কোনো নাগরিক সম্পর্কিত কোনো খবর বিদেশে প্রচারিত হলেও সেটি আইনের আওতায় আসবে।

অর্থাৎ বিদেশী মিডিয়ায় মালয়েশিয়া সম্পর্কিত কোনো খবরকে ভুয়া খবর হিসাবে বিবেচনা করা হলে ঐ সাংবাদিক বা সংবাদমাধ্যম কর্তৃপক্ষ মালয়েশিয়া ঢুকলে তার বিরুদ্ধে এই আইনের আওতায় মামলা করা যাবে।

মালয়েশিয়া অগাস্টে সাধারণ নির্বাচনের আগে এই আইনটি আনা হচ্ছে। ফলে এরই মধ্যে বিতর্ক শুরু হয়ে গেছে।

সূত্র-বিবিসি