উজ্জ্বল দত্ত : দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দয়ায় পাওয়া নয়। বাংলার মহান স্বাধীনতা সংগ্রামের বীজ বপিত হয়েছিল সেই ‘৫২-র ভাষা আন্দোলনে ভাষা শহীদদের তাজা প্রাণের বিনিময়ে। এরপর ৫৪,৬৬,৬৯,৭০ হয়ে ৭১-এ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পশ্চিমা সামরিক শাসকদের কাছ থেকে বীর বাঙালি ছিনিয়ে এনেছে একটি ভূখণ্ড। পৃথিবীর অবারিত সবুজে জেগে উঠেছে একটি নতুন মানচিত্র ‘বাংলাদেশ’।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রদর্শিত ডিসপ্লে-তে এই প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলেছে। বিদ্যালয় শিক্ষার্থীরা স্ব স্ব স্কুলের হয়ে নিজেদের ডিসপ্লে প্রদর্শন করে। কারো ডিসপ্লে-তে ফুটে উঠেছে বাংলার মহান মুক্তিযুদ্ধকালিন সময়ের নানা ঘটনাপ্রবাহ, একটি ডিসপ্লে-তে প্রদর্শন করা হয়েছে বাঙালির গেরিলা অপারেশন। পাথরঘাটা সিটি কর্পেোরেশন স্কুলের এক শিক্ষার্থী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি আবৃত্তি করে।
তবে আগত বিদ্যালয় শিক্ষার্থীদের প্রদর্শিত ডিসপ্লের মধ্যে বিচারক এবং উপস্থিতবর্গের মনে দোলা দিয়ে গেছে হোসেন আহম্মদ সিটি কর্পোরশন উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মনোমুগ্ধকর পরিবেশনা। ডিসপ্লে-তে বিদ্যালয় ছাত্রীরা পর্দা প্রদর্শনীর মাধ্যমে ফুটিয়ে তুলেছে মুক্তি সংগ্রাম, শহীদ মিনার, স্মৃতিসৌধ, ফুটন্ত ফুলের সমারোহ, বাংলাদেশের পতাকা। পরে একই স্কুলের শিক্ষার্থীরা ‘তীরহারা ঐ ঢেউয়ের সাগর” গানের তালে তালে নদীর ঢেউয়ে ভেসে থাকা পতাকাবৃত্ত ফুটিয়ে তোলে।
সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাকলিয়া স্টেডিয়ামে বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে নানা কর্মসুচির আয়োজন করে। সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন দিনব্যাপী কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। এসময় চসিক প্রধান নির্বাহি মো.সামসুদ্দোহা, সচিব আবুল হোসেন, শিক্ষা-স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর নাজমুল হক ডিউক, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা ড. মুস্তাফিজুর রহমান, প্রধান প্রকৌশলী লে.কর্নেল মহিউদ্দিন আহমেদ, স্পেশাল সিটি ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস, আফিয়া আকতার, উপসচিব আশেক রসুল টিপু, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ।
