চবি মার্কেটিং বিভাগের স্বাধীনতা সাইকেল-র‍্যালি

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় স্বাধীনতা দিবস সাইকেল র‍্যালি। আগামী ২৯-৩০ মার্চ রজত জয়ন্তীর মূল আয়োজন। তার আগেই এই র‍্যালির মাধ্যমে যেনো রজন্ত জয়ন্তীর জয়উল্লাসে মেতে উঠলো বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাব মোড় থেকে সাইকেল র‍্যালি শুরু হয়। যা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিআরবি শিরীষতলায় গিয়ে শেষ হয়। এর আগে বিভাগের সাবেক-বর্তমান প্রায় শতাধিক শিক্ষক-শিক্ষার্থী সাইকেল নিয়ে প্রেসক্লাব চত্বরে মিলিত হয়। গায়ে নীল রঙের টি-শার্ট আর হাতে লাল-সবুজের পতাকা নিয়ে গেয়ে উঠে জীবনের জয়গান।

এদিকে র‍্যালির বিষয়ে বিভাগের শিক্ষক প্রফেসর ড. সামছুদ্দোহা বলেন, সাইকেল র‍্যালিতে তারুণ্যের যে উচ্ছ্বাস সেটি স্বাধীনতারই বহিঃপ্রকাশ। এই র‍্যালির মাধ্যমে আগামী ২৯-৩০ মার্চ মার্কেটিং বিভাগে যে মিলনমেলা রচিত হবে তার আগাম বার্তা জানান দেয়া হলো।

উল্লেখ্য আজকের এই সাইকেল র‍্যালীর টাইটেল স্পন্সর হিসেবে ছিলো “অভিযাত্রিক”।