সাবেক এমপির গাড়িতে এখনো ‘সংসদ সদস্য’ স্টিকার!

আবু আজাদ : নবম জাতীয় সংসদে চট্টগ্রাম ১৩ ও ১৬ সংরক্ষিত আসনের এমপি ছিলেন চেমন আরা তৈয়ব। এরপর পেরিয়ে গেছে প্রায় সাড়ে চার বছর। কিন্তু এখনো নিজের গাড়িতে ‘সংসদ সদস্য’ স্টিকার লাগিয়ে দিব্যি ঘুরে বেড়ান তিনি! সচেতন মহল বলছে, এটি সংবিধানের অবমাননা।

একুশে পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, নবম জাতীয় সংসদে চট্টগ্রাম নারী আসন ১০৯ এর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান দক্ষিণ জেলা মহিলা লীগের সভাপতি চেমন আরা তৈয়ব। দশম জাতীয় সংসদে এই আসনে বেগম শিরিন নাইম সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

কিন্তু সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব এখনো তার ব্যবহৃত গাড়িতে সংসদ সদস্য’র স্টিকার ব্যবহার করেন।

‘সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর  সম্পাদক বদিউল আলম মজুমদার একুশে পত্রিকাকে বলেন, ‘এটি অত্যন্ত অনৈতিক ও অগ্রহণযোগ্য। এটা তিনি করতে পারেন না। এ ধরনের ঘটনা ব্যক্তির রুচিবোধ এবং দৃষ্টিভঙ্গির পরিচায়ক। এ আচরণে মনে হচ্ছে, সংসদ সদস্যপদ ছাড়ার পর তিনি মানসিক দৈনতায় আছেন। তাই পদ ছাড়তে হলেও পরিচয় ছাড়তে চান না।’

এদিকে সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদ সচিবালয় ও সংসদ সদস্যদের জন্য নির্ধারিত স্টিকার লাগানো থাকলে সারা দেশে ওই গাড়িগুলো চলাচলের ক্ষেত্রে বিশেষ সুবিধা পায়। কোনো ধরনের পুলিশি বাধার মুখে পড়তে হয় না। তবে সাংসদের স্টিকার অপব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। এসব স্টিকার লাগানো গাড়ি অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের বিষয়টিও বিভিন্ন সময় আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সংসদ সচিবালয়কে জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ৪ জুলাই নির্ধারিত গাড়ি ছাড়া সংসদের স্টিকার ব্যবহার নিষিদ্ধ করা হয়। কিন্তু তা কাজে আসেনি। উল্টো  অপব্যবহার বেড়েছে।

এ ব্যাপারে সাবেক এমপি চেমন আরা তৈয়বের কাছে জানতে চাইলে তিনি একুশে পত্রিকাকে বলেন, ‘আমার গাড়িতে সংসদ সদস্যের স্টিকার থাকে না। যখন সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা আসেন তখন উনি স্টিকারটা লাগান। এছাড়া কেউ কখনো স্টিকার ব্যবহার করেননি। উনি যখন আসেন, তখন উনার স্টিকার উনি নিয়ে আসেন।’

সংসদ সদস্য ফজিলাতুন নেসা ইন্দিরা আসলেই কেবল স্টিকার লাগানো হয়-সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব এমন দাবি করলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা।

একুশে পত্রিকার অনুসন্ধানে দেখা গেছে, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে গত ১৯ মার্চ বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি নাজমা আকতারকে বিমানবন্দর থেকে আনার জন্য চেমন আরা তার ব্যবহৃত গাড়ি (চট্টমেট্রো-১৩-৪৫৪১) পাঠান, যাতে ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো দেখেন এ প্রতিবেদক।

এসময় চেমন আরা তৈয়বের গাড়ি-চালক বলেন, ‘আমি ম্যাডামের (চেমন আরা) গাড়ি চালাই তিনবছর ধরে। তখন যে গাড়িটি ছিলো তাতে ‘সংসদ সদস্য’ স্টিকার লাগানো ছিলো। বর্তমানে যে গাড়িটি ম্যাডাম ব্যবহার করছেন সেটি গত বছরের এপ্রিল মাসে কেনা। ২০১৩ মডেলের ফিল্ডার গাড়িটির নম্বর চট্টমেট্রো গ-১৩-৪৫৪১। এটিতেও ওই স্টিকার ব্যবহার করা হয়।’

এমপি থাকাকালে ব্যবহৃত গাড়িটি এখন ঢাকায় তার চিকিৎসক মেয়ে ব্যবহার করেন বলে জানান চালক গফুর।

একুশে/এএ/এটি