ওপেন গলফ টুর্নামেন্টের ফাইনালে রাজু চ্যাম্পিয়ন, নাজিম রানারআপ

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে প্রথম বারের মত সেনা রিজিয়নের আয়োজনে ওপেন গলফ টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৬মার্চ চেঙ্গী গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরু হওয়া ওপেন গলফ টুর্নামেন্টের ফাইনাল খেলায় গলফার মোঃ রাজু চ্যাম্পিয়ন ও মোঃ নাজিম ১ম রানার আপ এবং গলফার মোহাম্মদ রিপন ২য় রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন।

বুধবার ২৮ মার্চ বেলা ২টায় সেনানিবাসস্থ চেঙ্গি গলফ মাঠে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ-এর হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন। বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) জিএম কামরুল ইসলাম ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. ক. শামস মোহাম্মদ মামুন পিএসসি, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের অন্যতম সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, অতিরিক্ত পুলিশ সুপার এম.এম সালাউদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় জেলার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশবিদেশে সুনাম অর্জনকারী গলফাররা উপস্থিত ছিলেন।

এই ওপেন গলফ টুর্নামেন্টে বাংলাদেশ প্রফেশনাল গলফ অ্যাসোসিয়েশনের ৪৩ জন গলফার অংশগ্রহণ করেন।