১৩ বছর পর নতুন নেতৃত্ব পেল কক্সবাজার যুবলীগ

কক্সবাজার : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে কক্সবাজার জেলা যুবলীগের আগামী তিন বছরের জন্য সভাপতি হিসেবে সোহেল আহামদ বাহাদুর ও সাধারণ সম্পাদক হিসেবে শহীদুল হক সোহেল নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার তুমুল উত্তেজনাপূর্ণ কাউন্সিলের মাধ্যমে কাউন্সিলরদের সরাসরি ভোটে তারা নির্বাচিত হয়েছেন। সোহেল আহামদ বাহাদুর পেয়েছেন ২০৯ ভোট এবং শহীদুল হক সোহেল পেয়েছেন ১৮৫ ভোট।

দলীয় সূত্রে জানা গেছে, একদম শেষ মুহূর্তে এসে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান সভাপতি প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নূরুল আজিম কনক এবং সাধারণ সম্পাদক প্রার্থী সাবেক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহামদ। তাই ভোটের প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সভাপতি পদে সোহেল বাহাদুর ও শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে শহীদুল হক সোহেল ও শোয়েব ইফতেখার।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে কাউন্সিল আয়োজনের শুরু দিকে প্রার্থী হওয়ার তোড়জোড় দেখা গেলেও কয়েকদিন আগে সরে দাঁড়ান সদর উপজেলা যুবলীগের সভাপতি ইফতেখার উদ্দীন পুতু, মাসুকুর রহমান বাবু ও ডালিম বড়ুয়া।

বৃহস্পতিবার দিনব্যাপী চলে সম্মেলন। সন্ধ্যার ৬টার দিকে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কাউন্সিল অধিবেশন শুরু হয়। নাম প্রস্তাব শেষে ৭টার দিকে শুরু হয় ভোট গ্রহণ। ভোট গণনা শেষে সোয়া ৯টার দিকে ফলাফল ঘোষণা করা হয়।

কাউন্সিল সরাসরি পরিচালনা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ কেন্দ্রীয় নেতারা।

উল্লেখ্য, ২০০৫ সালে ২৯ সেপ্টম্বর কক্সবাজার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনষ্ঠিত হয়েছিল। সে সময় কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে খোরশেদ আলম সভাপতি এবং মাহবুবুর রহমান মাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ ১৩ বছর পর বৃহস্পাতিবার জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে জেলার আট উপজেলা ও দুই পৌরসভা এবং জেলা কমিটির ৩১১ জন কাউন্সিলর ভোট দেয়ার সুযোগ পান।

একুশে/এএ