প্রেমের কারণে এসিড নিক্ষেপ : রাজধানী থেকে স্বামী-স্ত্রী গ্রেফতার

চট্টগ্রাম : ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি প্রেমঘটিত কারণে এসিড হামলা মামলায় নমিতা ওরফে এনি (২৫) ও সুমিত দাশ (৩২ )নামে দুই স্বামী-স্ত্রীকে ঢাকার ভাটারা থেকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (৩০মার্চ) রাত ১১ টার দিকে রাজধানীর ভাটারা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি একুশে পত্রিকাকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের উপ পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী

চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন গুডস হিলের সামনে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি প্রেমঘটিত কারণে এসিড হামলার শিকার হন তমাল চন্দ্র দে। তিনি পটিয়া উপজেলার কেলিশহর এলাকার বাবুল চন্দ্র দে’র ছেলে। এ ঘটনায় তমালের দুটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এমনকি প্রতিবেশী দেশ ভারতেও ব্যর্থ হয়েছে তার চিকিৎসা।

এর আগে ২০১৭ সালের ৫ মে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তমাল সাংবাদিকদের জানান, আমাকে ডেকে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এসিড ছোড়া হয়েছিল। আমি দুজনকে দেখেছিলাম। তারা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল। এরপর আরেকজন যুবক গরম কিছু আমার মুখে নিক্ষেপ করে। ঝাপসা চোখে দেখেছিলাম পরনে চেক শার্ট, গড়ন এনির স্বামী সুমিতের মতো। আমি অসহ্য যন্ত্রণায় কাতরাতে কাতরাতে যখন পানি পানি চিৎকার করছিলাম তখন একজন যুবক বলছিল, ‘এনির সাথে প্রেম করার মজা দেখ।’

ওই সংবাদ সম্মেলনে তমালের মা বলেন, আমার ভাসুরের মেয়ের বিয়েতে গেলে তমালের সঙ্গে এনির পরিচয় হয়। তারা তিন-চার মাস একসঙ্গে ঘোরাফেরা করে। কিন্তু তারও পাঁচ বছর আগে থেকে আরেকজনের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল। এ নিয়ে তমালের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল। তমাল রাগের মাথায় তাকে থাপ্পড়ও মেরেছিল। সেই থাপ্পড়ের জবাব তারা দিয়েছে এসিডে।

একুশে/এএ