চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানা এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে কোস্ট গার্ড। রোববার সকালে মইজ্জ্যার টেক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মোঃ সোলায়মান (৪২), মোঃ নূর আলম (৪৫) ও মোছাম্মৎ জেবুন্নেসা (৬২)।
কোস্টগার্ড পূর্বজোনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জুলহাস ফয়সাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যার টেক এলাকায় সিএনজি অটোরিকশা থামিয়ে তল্লাশি করা হয়। সেখানে নগদ ১৮ লাখ টাকা ও ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিনজনের বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা করা হয়েছে।
