চট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন-অর-রশিদ এই আদেশ দেন।
তিন আসামি হলেন- প্রধান সন্দেহভাজন আসামি মুছার ভাই সাইদুল শিকদার ওরফে সাকু, হত্যাকান্ডে অংশ নেওয়া শাহজাহান ও অস্ত্র সরবরাহকারী এহতেশামুল হক ওরফে ভোলা।
চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, মিতু হত্যা মামলায় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। রোববার শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেন। এসময় আসামি পক্ষে জামিনের আবেদন ও রিমান্ড বাতিলের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।
প্রসঙ্গত গত গত ৫ জুন নগরের জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে গুলি ও ছুরিকাঘাতে নিহত হন বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। এ ঘটনায় ব্যবহৃত অস্ত্র এহতেশামুল হক ভোলা সরবরাহ করেছিল বলে পুলিশের কাছে তথ্য আছে। এছাড়া শাহজাহান কিলিং মিশনে অংশ নিয়েছিল এবং সাকু হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল সরবরাহ করেছিল বলে তথ্য পেয়েছে পুলিশ।
