চট্টগ্রামে এইচএসসিতে অংশ নেবে ৯৭ হাজার ৬৮৪ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় এবার ২৫৩ প্রতিষ্ঠানের ৯৭ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। মহানগরীসহ, চট্টগ্রাম, কক্সবাজার ও তিন পাবর্ত্য জেলার ১০০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামসহ সারাদেশে একযোগে সোমবার (২ এপ্রিল) বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে এ পরীক্ষা শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত।

পরবর্তীতে নির্ধারিত তারিখ অনুসারে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ সোমবার থেকে শুরু হওয়া এ পরীক্ষায় ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছার আহবান জানিয়েছে।

স্ব স্ব কেন্দ্রে পরীক্ষার্থীদের ৩০ মিনিট আগে পৌঁছানোর আহবান জানিয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান বলেন, ‘সারাদেশে একযোগে সোমবার থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২৫৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯৭ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। ইতিমধ্যে পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র ও কেন্দ্র সচিবদের পরীক্ষার্ যাবতীয় কাগজপত্র পৌঁছে দেয়া হয়েছে। ১০০টি কেন্দ্রে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে গঠন করা হয়েছে ১০টি বিশেষ টিম ও ৪০টি সাধারণ টিম। এছাড়াও নেয়া হয়েছে সকল ধরনের প্রস্তুতি।’

শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে গতবছর থেকে ১৫টি বেড়ে এবার এইচএসসিতে ২৫৩টি কলেজের ৯৭ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। এর মধ্যে ৪৮ হাজার ১১ জন ছাত্র এবং ৪৯ হাজার ৬৭৩ জন ছাত্রী।

বিজ্ঞান বিভাগ থেকে এবছর অংশ নেবে ২০ হাজার ৬৫৪ জন (ছাত্র ১১ হাজার ৬৭৯ ও ছাত্রী ৮ হাজার ৯৭৫ জন)। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেবে ৩৮ হাজার ৮৩৬ জন (ছাত্র ২১ হাজার ২৩১ ও ছাত্রী ১৭ হাজার ৬০৫ জন)। মানবিক বিভাগ থেকে অংশ নেবে ৩৮ হাজার ১৮৬ জন (ছাত্র ১৫ হাজার ১০১ ও ছাত্রী ২৩ হাজার ৮৫ জন)।

একুশে/এএ