ফজলে রুবেল : সিংগাপুর বাংলাদেশ সোসাইটি প্রতি বছরের ন্যায় এবারও মহান স্বাধীনতা দিবস পালন করেছে।
স্বাধীনতা দিবস উদযাপনে প্রতি বছর ‘প্রতিভার খোঁজে’ নামে একটি নাচ, গান এবং কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে থাকে সিংগাপুর বাংলাদেশ সোসাইটি।
তবে এই বছরের আয়োজন ছিলো কিছুটা ভিন্ন, কারন এই বছর প্রথমবারের মত সিংগাপুর প্রবাসি শ্রমিকদের প্রতিযোগিতায় অংশগ্রহন করার সুযোগ হয়েছে।
শিশুদের গানের প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য প্রতিযোগিতা এবং ‘মাইগ্র্যান্ট ভয়েচ’ নামে প্রবাসি শ্রমিকদের গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে, যেখানে ৫টি বিভাগে ৩৭ জন প্রতিযোগি অংশগ্রহন করেন।
বিকেল ৬ ঘটিকায় সিংগাপুর বাংলাদেশ সোসাইটির পরিচালিত গানের ইস্কুল ‘সেন্টার ফর আর্টস’ এর শিল্পীদের মনমুগ্ধকর গান পরিবেশনা দিয়ে অনুষ্ঠান শুরু হয়, অনুষ্ঠান চলে রাত ১০টা পর্যন্ত।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিংগাপুরে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোস্তাফিজুর রহমান। এছাড়াও সিংগাপুরে বসবাসরত বাঙালী বাসিন্দা, বাঙালী সংগঠন সহ সর্বস্তরের জনগনের উপস্থিতি ছিল অনুষ্ঠানে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন হাই কমিশনার জানান মোস্তাফিজুর রহমান এবং সিংগাপুর বাংলাদেশ সোসাইটির প্রেসিডন্ট ড. মিঠুন শাহা।
একুশে/এএ
