শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

আল আরাফাহ’র ব্যবস্থাপক গ্রেফতার

| প্রকাশিতঃ ১৭ জুলাই ২০১৬ | ৬:২৬ অপরাহ্ন

arrest Handcuffsচট্টগ্রাম: আল আরাফাহ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নগরীর স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মোঃ শওকত ইসলামকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধে প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

রোববার দুপুরে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহাকারী পরিচালক মোহাম্মদ সফিউল্লাহ জানান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করছিলেন শওকত ইসলাম। ব্যাংকটির কক্সবাজার শাখার ব্যবস্থাপক থাকার সময় ক্ষমতার অপব্যহার ও জালিয়াতির মাধ্যমে দুটি এফডিআর হিসাবের ১১ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।

তিনি জানান, এ অভিযোগে শনিবার কক্সবাজার সদর থানায় বদিউল আলম নামের একব্যক্তি মামলা করেন। মামলায় আয়েশা কনস্ট্রাকশন নামে এক প্রতিষ্ঠানের মালিক হামিদুর রহমানকেও আসামি করা হয়। ওই মামলায় শওকতকে গ্রেফতার করা হয়েছে