শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

প্রিমিয়ার ফুটবল লিগ শুরু হচ্ছে ২৪ জুলাই

| প্রকাশিতঃ ১৭ জুলাই ২০১৬ | ৮:১৬ অপরাহ্ন

ctgচট্টগ্রাম: বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ উপলক্ষে এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার (২০ জুলাই) সন্ধ্যায় কনসার্ট অনুষ্ঠিত হবে। এরপর রোববার (২৪ জুলাই) থেকে ফ্লাড লাইটের আলোয় প্রতিদিন দুটি করে মোট ২০টি ম্যাচ চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। এসব ম্যাচের জনপ্রতি টিকেটের (এক দিনের দুটি ম্যাচ) দাম রাখা হয়েছে ৫০ টাকা।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমন্বয় সভায় এসব তথ্য জানান সিটি মেয়র ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, সোমবার বিকেলে হোটেল সোনারগাঁওতে প্রিমিয়ার ফুটবল লিগের লোগো উন্মোচন করা হবে। এবার ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে বাংলাদেশ ফুটবল লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়মিত পেশাদার এ লিগ আয়োজন করে। এবার আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতাপূর্ণ করতে ভিন্ন আঙ্গিকে লিগ আয়োজন করা হচ্ছে।

আ জ ম নাছির বলেন, অনেক জাতীয় ও আন্তর্জাতিক ইভেন্ট চট্টগ্রামে আয়োজন করেছি আমরা। নিরাপত্তার বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে আলাদা সভা করবো। জনপ্রতি টিকিটের দাম ৫০ টাকা রাখা হবে। দর্শককে মাঠে টেনে আনাই আমাদের মূল লক্ষ্য। আমরা লিগের ম্যাচগুলোতে দর্শকের ঢল নামাতে চাই।

তিনি বলেন, যুবসমাজ ও তরুণদের বিপথগামী হওয়ার হাত থেকে রক্ষায় ক্রীড়াঙ্গনের বিকল্প নেই। আমাদের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে হবে। তবেই অসামাজিক কর্মকান্ড থেকে তাদের বিরত রাখা যাবে।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল জলিল, নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) সৈয়দ মুহাম্মদ আবদুর রউফ, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ জসিম উদ্দীন, সিজেকেএস’র সহসভাপতি আমিনুল ইসলাম, অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম প্রমুখ।