চট্টগ্রাম : শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা তোয়াক্কা না করে ভর্তি কার্যক্রম চালানোর অপরাধে গ্রেফতার হওয়া সাইফুর’স কোচিং সেন্টারের ৩ কর্মকর্তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে জেলা প্রশাসন। এইচএসসি পরীক্ষা চলাকালীন কৌশলে আর কোন ভর্তি কার্যক্রম চালাবে না মর্মে মুচলেকা দিয়েছেন তারা।
মঙ্গলবার (০৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে গ্রেফতারের পর সন্ধ্যায় দিকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম।
তৌহিদুল ইসলাম একুশে পত্রিকাকে বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে নগরীর মুসলিম হলে সাইফুর’স কোচিং সেন্টারের কর্মকর্তারা ফ্রি ক্লাসের নামে কৌশলে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চালাচ্ছিল। খবর পেয়ে কোটিংটির ৩ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিলো। পরে চট্টগ্রামসহ সারাদেশে কৌশলে আর কোন ভর্তি কার্যক্রম চালাবে না মর্মে আমাদের লিখিত মুচলেকা দেন তারা। প্রশাসনের নির্দেশনায় সন্ধ্যার দিকে তাদের ছেড়ে দেয়া হয়েছে।’
অভিযানে সাইফুর’স কোচিংয়ের এক বস্তা লিফলেটও জব্দ করেছিল বলে জানান তৌহিদুল ইসলাম।
একুশে/এএ
