বিএনপির আট নেতাসহ ১০ জনের ব্যাংক হিসাব তলব

এক মাসে ১২৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ অনুসন্ধানে বিএনপির শীর্ষ আট নেতাসহ ১০ জনের লেনদেনের তথ্য জানতে সাত ব্যাংকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মো. সামছুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের যাবতীয় হিসাবের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

দুদকের প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক চিঠি দেয়া হয়েছে বলে দুদকের ঊর্ধ্বতন একটি সূত্রে জানা গেছে।

যেসব ব্যাংকে চিঠি দেয়া হয়েছে সেগুলো হলো- এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, ডাচ-বাংলা, ন্যাশনাল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, আরব বাংলাদেশ ও ঢাকা ব্যাংক।

যে ১০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, এম মোর্শেদ খান, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, নির্বাহী সদস্য তাবিথ আউয়াল, এম মোর্শেদ খানের ছেলে ফয়সাল মোর্শেদ খান ও ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান।

প্রসঙ্গত, বিএনপির আট নেতা এক মাসে ১২৫ কোটি টাকা লেনদেন করেছেন অভিযোগ তুলে সোমবার তা অনুসন্ধানের ঘোষণা দেয় দুদক। এজন্য অনুসন্ধান কমিটিও গঠন করেছে সংস্থাটি।

এ ঘোষণায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা বলেছেন, একাদশ জাতীয় নির্বাচন থেকে বিএনপির শীর্ষ নেতাদের নির্বাচনের বাইরে রাখতে সরকার রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিত হয়ে ‘হীন চক্রান্ত’ করছে।