শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

মাওলানা এম এ মতিনের পিছু নিয়েছে এক আগন্তুক!

| প্রকাশিতঃ ১৮ জুলাই ২০১৬ | ১:৩৬ অপরাহ্ন

matinচট্টগ্রাম : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা এম এ মতিনের পিছু নিয়েছে আলখেল্লা পরা এক আগন্তুক। গত দুদিন ধরেই ওই আগন্তুক তার বাসা ও আশপাশে ঘোরাফেরা করছেন। শনিবার রাতে বাসা রেকি করতে গিয়ে এম এম মতিনের স্বজন ও কেয়ারটেকারের সঙ্গে বাকবিতণ্ডায়ও জড়ান ওই আগন্তুক। এই সময় এম এ মতিন সাংগঠনিক সফরে ওমানে অবস্থান করছিলেন। পরিবারের বাকি সদস্যরা ছিলেন এক আত্মীয়ের বাসায় বাইরে দাওয়াতে।

জানা যায়, শনিবার রাত সাড়ে ১০ টার দিকে নগরীর ডিসি হিল সংলগ্ন এম এ মতিনের ভাড়া বাসা ‘আপনালয়’ এ আচমকা ঢুকে যাওয়ার চেষ্টা করে পঁচিশোর্ধ্ব বয়সের এক যুবক। এসময় বাড়ির তত্ত্বাবধায়ক তাজুল ইসলাম পরিবারের সদস্যরা বাসায় নেই বলার পরও তিনি গড়গড়িয়ে চারতলায় উঠে যান। বাড়ির মালিকের মেয়ে ডা. নুসরাতের সঙ্গেও ধাক্কা লাগে ওই যুবকের। ডা. নুসরাত নিচে নেমে এই যুবক কে এবং কীভাবে বাসায় ঢুকলো জানতে চান তত্ব্বাবধায়কের কাছে।

তত্ত্বাবধায়ক তাজুল তাকে চ্যালেঞ্জ করলে তিনি উল্টো ঝাড়ি দিয়ে জানান, তিনি সাাংবাদিক, মতিন সাহেবের সাক্ষাৎকার নিতে এসেছেন। মতিন সাহেব বাসায় নেই- একথা জানানোর পরও চারতলায় কেন উঠলেন, কোন কাগজের সাংবাদিক এসব প্রশ্নের কোন উত্তর না দিয়ে চলে যান ওই আগন্তুক। পরদিন রোববারও বাসার আশপাশে তাকে ঘুরতে দেখেছেন তত্ত্বাবধায়ক তাজুল।

এ নিয়ে সৃষ্ট আতংকের মাঝেই সোমবার সকালে ওমান থেকে দেশে ফিরেন এম এ মতিন। পুরো ঘটনা শুনে তিনিও উদ্বিগ্ন হয়ে ওঠেন। একুশে পত্রিকাকে এম এ মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ১০ জুলাই একটি সংবাদভিত্তিক টিভি চ্যানেলে জাকির নায়েক পসঙ্গ ও জঙ্গীবাদবিরোধী সাক্ষাৎকার প্রচার করা হয়। জঙ্গির উৎপাদন ও বিস্তাররোধে তিনি দেশের প্রতিটি মসজিদে জুমার নামাজে ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো গাইডলাইন অনুযায়ী খুতবা প্রচারের জন্য সরকারকে পরামর্শ দিয়ে বক্তব্য দেন টেলিভিশনের ওই সাক্ষাৎকারে। মূলত এর পর পরই সরকার দেশের সকল মসজিদে জুমার নামাজের খুতবায় গাইডলাইন পাঠানোর উদ্যোগ নেয়। এসব কারণে জঙ্গিরা তাকে টার্গেট করেছে বলে মনে করছেন এম এ মতিন। এ ব্যাপারে সোমবার দুপুরে নগরীর কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করার কথা রয়েছে।

প্রসঙ্গত, মাওলানা এম এ মতিন ইসলামের মূলধারা তথা মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন আলেম। তিনি জঙ্গী ও মৌলবাদবিরোধী আন্দোনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এর আগেও নানা সময় তিনি সেই অপশক্তির হুমকি-ধামকির শিকার হয়েছেন।