শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

মিরসরাইয়ে ডেঙ্গু জরে ডাক্তারের মৃত্যু

| প্রকাশিতঃ ১৮ জুলাই ২০১৬ | ৮:৩০ পূর্বাহ্ন

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে ডেঙ্গু জরে আক্রান্ত হয়ে কামরুজ্জামান বাবলু (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৭জুলাই) বিকালে ঢাকার মিলিনিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কামরুজ্জামান বাবলু উপজেলার আবুতোরাব বাজারের নুর জাহান ডেন্টাল কেয়ারের ডাক্তার ও স্বত্ত্বাধিকারি ছিলেন। তিনি মায়ানী ইউনিয়নের মধ্যম মায়ানী গ্রামের মৃত সামছুল আলমের ছেলে।

বাবলুর বড় ভাই মফিজ মুঠোফোনে জানান, বেশ কিছুদিন ধরে বাবলু জরে আক্রান্ত ছিলেন। বেশি অসুস্থ হয়ে গেলে গত বুধবার (১৩জুলাই) তাকে চট্টগ্রাম মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। সেখানে ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি ধরা পড়ে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গত শুক্রবার (১৫জুলাই) ঢাকার মিলিনিয়াম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখাসে চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকালে বাবলু মারা যায়।