চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারায় পৃথক দুই অভিযানে ১০ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড পূর্বজোন। এ ঘটনায় দুই মাদক ব্যবসায়ীকেও আটক করা হয়েছে। সোমবার দিনগত গভীর রাতে এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফের বাসিন্দা মোহাম্মদ হোসেন (৫৫) ও চট্টগ্রামের সীতাকুন্ডের বাসিন্দা দয়াল কৃষ্ণ (৪০)।
মঙ্গলবার দুপুরে কোস্টগার্ড পূর্ব জোনে সংবাদ সম্মেলন করে লেফটেন্যান্ট কমান্ডার জুলহাস ফয়সাল জানান, সোমবার দুপুরে মিয়ানমার থেকে টেকনাফ শাহ পরীর দ্বীপের দিকে আসা একটি ট্রলারকে চ্যালেঞ্জ করা হয়। বিষয়টি টের পেয়ে ট্রলারটি গভীর সমুদ্রের দিকে চলে যায়। এরপর তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল বহির্নোঙরে টহল পরিচালনা করলে ওই ট্রলারটি আনোয়ারা পারকী সমুদ্র সৈকতের দিকে চলে যায়। পরে ট্রলারটিতে সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য তলদেশ ছিদ্র করে সেখানে থাকা লোকজন পালিয়ে যায়। সোমবার দিনগত রাতে ট্রলারটি তল্লাশি করে পাঁচটি বস্তায় থাকা ৯ লাখ ৫০ হাজারটি ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে আনোয়ারার দোভাষী বাজার বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ হোসেন ও দয়াল কৃষ্ণকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৮০০ টাকা ও দুটি মোবাইল সেট জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়বা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে হস্তান্তরের পাশাপাশি গ্রেফতার দুজনকে আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
