চট্টগ্রামে ৫ হাজার ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার

arrest Handcuffsচট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার রৌফাবাদ এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিনগত গভীর রাতে রৌফাবাদের বুড়া মিয়ার কলোনি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফজল করিম ওরফে ফজর আলী (৩৮) কক্সবাজারের টেকনাফ সদর উপজেলার মৌলভী পাড়া হাজী কালা মিয়ার বাড়ির মৃত কালামিয়ার ছেলে।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। তাকে মাদক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।