চট্টগ্রাম: জঙ্গি দমন ও জরুরী পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম মহানগর পুলিশের সোয়াত টিমকে শক্তিশালী করার উদ্যোগ নেয়া হয়েছে। সোয়াতের সদস্য সংখ্যা বাড়িয়ে ২৫ জনে উন্নীত করা হচ্ছে। এছাড়া সোয়াতের জন্য গাড়িসহ আনুষাঙ্গিক সব কিছু পেতে পুলিশ সদর দফতরে চিঠি দেওয়া হচ্ছে।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মাসিক অপরাধ বিষয়ক সভায় এসব উদ্যোগ নেয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য্য বলেন, সোয়াত টিমকে শক্তিশালী করার ব্যাপারে কমিশনার স্যার অপরাধ সভায় গুরুত্বারোপ করেছেন। জনবল বাড়িয়ে ২৫ সদস্যের সোয়াত টিম করা হবে। সোয়াতের জনবল বৃদ্ধি ও গাড়িসহ আনুষাঙ্গিক সবকিছু চেয়ে সদর দফতরে প্রস্তাবনা পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি বলেন, সভায় নগরীর সার্বিক আইন-শৃঙ্খলা, অপরাধ সংঘটন ও নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তির বিষয়ে পর্যালোচনা করা হয়। অস্ত্র ও মাদক উদ্ধার, মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও ভাল কাজের জন্য ৬১ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। সভায় জঙ্গীবাদ মোকাবেলায় সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।
এর আগে গত ৪ জুলাই একুশে পত্রিকায় ‘নামেই সিএমপির সোয়াত টিম’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয়, সিএমপি সোয়াত টিমে কর্মরত আছেন মাত্র ৪ জন। এদেরমধ্যে আবার একজন পুলিশের বিশেষ শাখায়, আর একজন সিটি মেয়র আ জ ম নাছিরের বডিগার্ড হিসেবেও দায়িত্ব পালন করছেন। এমনকি সোয়াতের জন্য নেই গাড়ি ও আলাদা অফিসও।
