১ হাজার লিটার চোলাই মদ উদ্ধার

ctgচট্টগ্রাম: নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে ১ হাজার লিটার চোলাই মদসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে টেক্সটাইল মোড় থেকে এসব উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টেক্সটাইল মোড় এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। এসময় মাদক বহনে ব্যবহার করা একটি ট্রাকও আটক করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।