একুশে ডেস্ক : দক্ষিণ কোরিয়ার জঞ্জুতে বাংলাদেশিদের সংগঠন বিডি গ্রুপের আয়োজনে বর্ষবরণ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আবু হেনা মোস্তফা জামাল।
জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন অন্যতম আয়োজক কামরুজ্জামান মাহবুব ও সাইদুল ইসলাম।
এরপর নবীনদের শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করেন সানোয়ার হোসেন, মেহেদী হাসান, আফজাল হোসেন, শরীফুজ্জামান সবুজ ও শামীম আলমগীর।
নবীনবরণ শেষে শুভেচ্ছা বক্তব্য দেন শরীফুজ্জামান সবুজ। দুপুরে বাঙালি খাবারের আয়োজন করা হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আখিরুল রাজু, তৌফিক আলম, পারভেজ হোসন, মিনারুল ইসলাম, সাঈদ আজিম, আফজাল হোসন। নাচ পরিবেশন করেন সাইদুল ইসলাম।
অনুষ্ঠানের আরও ছিলো দম্পতিদের যুগলবন্দী পরিবেশনা, মেয়েদের কান্না প্রতিযোগিতা, ছেলেদের হাসির খেলা ও মোরগ লড়াই। অনুষ্ঠান শেষে পিঠা, পায়েশ, মিষ্টি, চটপটি পরিবেশন করা হয়।
এরপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। সবশেষে আবু হেনা মোস্তফা জামাল সকল আয়োজক ও সহযোগীদের ধন্যবাদ জানিয়ে ও নবীনদের শুভ কামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এএ
