উড়ছে ধুলো, আসছে ঝড়

আবু আজাদ : ধুলোর ঝড় উড়ছে বৈশাখ মাসের হাওয়ায়। বহুবর্ণ শুকনো পাতারা হাওয়ার সওয়ার হয়ে ছুটছে দিকবিদ্বিক। মেঘ বলছে, একদম যদি ঝড় না আসে, ঝড়ের বাতাস উড়িয়ে দিবে অনেক ধুলো।

আজ বৈশাখের ৪ তারিখ। কালের সঙ্গে মিল রেখে নামের সুবিচারে ঠিকই নেমেছিলো সূর্যি মামা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছিলো। তবে বিকেল নামতেই বেড়েছে বাতাস, কমেছে মামার মেজাজও।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টি হতে পারে বিকেলে। অফিস ফেরত মানুষের সঙ্গে ঝড়ের যে কী রাগ সে ঝড়ই জানে!

পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবীদ আবদুল হান্নান জানালেন, কুমিল্লা আর ফেনীতে বৃষ্টি শুরু হয়েছে, তবে চট্টগ্রামে নামবে বিকেলে। তবে তা যে খুব বেশি পরিমানে হবে, এমনটা নয়।

তাই, বিকেলে যে যেখানেই থাকুন ঝড়ের কথা মাথায় রেখে নিজেদের নিরাপদে রাখুন।

একুশে/এএ