শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

মাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

| প্রকাশিতঃ ২০ জুলাই ২০১৬ | ৫:৪৭ অপরাহ্ন

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামের মিরসরাইয়ে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার পঞ্চম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ নুরে আলম এ রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্ত জসীম উদ্দিন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পিপি লোকমান হোসেন চৌধুরী জানান, পারিবারিক বিরোধের জেরে ২০০৫ সালের ২৪ নভেম্বর মিরসরাই উপজেলার মগাদিয়ার জাফরাবাদ গ্রামে মা ওয়াজ খাতুনকে মাথায় আঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় ওয়াজ খাতুনের আরেক ছেলে জিয়াউল হক বাদী হয়ে মিরসরাই থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০০৬ সালের ১৭ ফেব্রুয়ারি পুলিশ আসামি জসীম উদ্দিনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০০৯ সালের ২৯ জানুয়ারি আসামির বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। ১৭ জন সাক্ষীর মধ্যে ১২ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।