চট্টগ্রাম: চট্টগ্রাম নগরী ও সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। বুধবার সকালে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠ এলাকা ও চট্টগ্রামের সীতাকুন্ডের বাঁশবাড়িয়া বাজার এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেসমিন আক্তার (৪০), মোঃ জুলফিকার (৬৮) এবং আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট নিজামুল ফাহামি জানান, সকাল সোয়া ৬টার দিকে বাঁশবাড়িয়া বাজার এলাকায় চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে উল্টে যায়। এতে বাসযাত্রী জুলফিকার ও অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। এদের মধ্যে জুলফিকার সাবেক সেনা সদস্য বলে শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হন।
এদিকে বুধবার সকাল ১১টার দিকে নগরীর কোতোয়ালি থানার কদমতলীর পলোগ্রাউন্ড মাঠ এলাকায় সড়ক দুর্ঘটনায় জেসমিন আক্তার নামের ওই নারী নিহত হয়েছেন।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, নিউ মার্কেটমুখি ৬ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা খায়। এসময় অন্তত তিনজন আহত হন। এরপর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসমিনকে মৃত ঘোষণা করেন।
