আনসারুল্লাহ’র চার সদস্য রিমান্ডে

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুন্ড থেকে গ্রেফতার আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল ইসলাম এ আদেশ দেন।

চারজন হলেন- মুসাব ইবনে ওমায়েদ (২৫), মোহাম্মদ শিপন ওরফে ফয়সল (২৫), খোরশেদ আলম (৩১) ও রাসেল মোহাম্মদ ইসলাম (৪০)।

চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান জানান, সীতাকুন্ড থানার অস্ত্র আইনের মামলায় চারজনকে জিজ্ঞাসাবাদ করতে প্রত্যেককে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে পাঁচ দিন মঞ্জুর করেন আদালত।

এর আগে গত ১০ জুলাই সীতাকুন্ডের বাড়বকুন্ড থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে চারটি চাপাতি, চারটি কিরিচ, ছয়টি মুঠোফোন, একটি ল্যাপটপ ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

এ ঘটনায় দায়ের করা অস্ত্র আইনের মামলার তদন্ত কর্মকর্তা ও সীতাকুন্ড থানার এসআই শরীফুল ইসলাম রিমান্ড আবেদনে উল্লেখ করেন, আসামিরা জঙ্গি কার্যক্রম পরিচালনার জন্য সীতাকুন্ডের বাড়বকুন্ড এলাকায় জড়ো হন। তারা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। গুরুত্বপূর্ণ তথ্য আদায়ে তাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন।