চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। বুধবার দুপুরে নয়া বাজার বিশ্বরোড এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইকারীদের কবলে পড়া পুলিশ কনস্টেবল মোঃ ছিদ্দিক পাহাড়তলী থানায় কর্মরত আছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
পাহাড়তলী থানার ওসি রণজিৎ বড়–য়া জানান, দুপুরে ছিদ্দিক ও তার শ্বশুর রিকশায় করে হালিশহর যাচ্ছিলেন। নয়াবাজার বিশ্বরোড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এসে তিনজন তাদের গতিরোধ করে। এরপর টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। না পেরে তারা কনস্টেবল ছিদ্দিককে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে। তবে ছিদ্দিক শঙ্কামুক্ত আছেন।
