একুশে ডেস্ক : নগর বিএনপির সভাপতি ডা.শাহাদাত হোসেন বলেছেন,’পাহাড়ে সাধারণ জনগোষ্ঠী এই সরকারের আমলে নিরাপদ নয়। পার্বত্য চট্টগ্রামের সাধারণ জনগোষ্ঠী আজ জিম্মি অবস্থায় দিনযাপন করছে। উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম দিনদিন বেড়েই চলছে।’
বৃহস্পতিবার (১৯ এপ্রিল) পার্বত্য চট্টগ্রামে তিনজন বাঙালি ব্যাবসায়ী অপহরণের প্রতিবাদে, পার্বত্য
চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন কর্তৃক আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘খুন, গুম-অপহরণের মাধ্যমে মুক্তিপণ দাবী এদের প্রধান হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে।
সর্বশেষ মাটিরাঙা উপজেলায় অপহৃত তিন ব্যাসায়ীর পরিবার খুব আতংকে দিনযাপন করছে। মুক্তিপণ দেয়ার পরও তাদের মুক্তি মেলেনি আজও। সাম্প্রাতিকালে
পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন সশস্ত্র গ্রপ-উপগ্রপ কর্তৃক ব্যাপক হারে চাঁদাবাজী, গুম, খুন ও অপহরণ বেড়ে যাওয়ায় শান্তিপ্রিয় জনগণ উৎকণ্ঠিত এবং আতংকিত।’
ডা. শাহাদাত বলেন, এই সরকারের আমলে পাহাড়ে সাধারণ জনগোষ্ঠী কোনভাবেই নিরাপদ নয়।
গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি জেলার মাটিরাঙা উপজেলায় ৩ জন বাঙালী ব্যবসায়ীকে অপহরণ করে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন সালাহউদ্দিন (২৫),মহরম আলী (২৬) ও বাহার ড্রাইভার (২৮)। অপহরণের আজ ৪ দিন গত হওয়ার পরও এদের সন্ধান পাওয়া যায়নি।
পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন, চট্টগ্রাম এর সভাপতি সৌরভ প্রিয়পাল এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান, রামগড় উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম ফরহাদ, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, আমারদেশ পত্রিকার
চট্টগ্রাম ব্যুরো প্রধান জাহিদুল করিম কচি, এডভোকেট নজরুল ইসলাম, সম-অধিকার আন্দোলন বান্দরবনের সাধারণ সম্পাদক মিঠুন দাশ, মিজানুর রহমান,বেলাল হোসেন, জাহিদ হাসান, খাগড়াছড়ি জেলা শ্রমিক নেতা হাসান মাহমুদ,সম-অধিকার আন্দোলন রাঙামাটি জেলার সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন জুয়েল,প্রচার সম্পাদক জিকু কুমার দে, বিল্লাল হোসেন, মো. ইয়াকুব, মো.আলাউদ্দিন, মোহাম্মদ হোসেন, মো. ইসমাইলসহ তিন পার্বত্য জেলার সম-অধিকার
আন্দোলনের প্রমুখ নেতৃবৃন্দ।
একুশে/প্রেস বার্তা/এএ
