
চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে ‘চাঁদার জন্য মারধরের’ অভিযোগে মামলা দায়ের, সংগঠন থেকে অব্যাহতির পরও তার বির্তকিত কর্মকাণ্ডে বিব্রতবোধের কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। একই সাথে রনিসহ যে কোন ছাত্রলীগ নেতা কোনও অপকর্ম করে পার না পাওয়ার হুশিয়ারি দিয়েছেন তিনি।
শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সিটিটউট মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটি আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নে আওয়ামী লীগ সাধারণ এসব কথা বলেন।
মারধরের ঘটনায় ছাত্রলীগ নেতা রনির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না- সাংবাদিকদের প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, ‘দেখুন, কিছু বিব্রতকর ব্যপার ঘটে। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। ছাত্রলীগ হোক, আওয়ামী লীগ হোক। অপকর্ম করে কউ পার পেয়ে যেতে পারেনি।’
ছাত্রলীগের সাবেক এই সভাপতি আরো বলেন, ‘ছাত্রলীগকে নিয়ে আমরা নতুন করে ভাবছি। আমাদের ছাত্রলীগের সম্মেলন আছে আপনারা জানেন। সেই সম্মেলনে আমরা নেতৃত্বের গঠনের দিক দিয়ে। ছাত্রলীগকে নতুন মডেলে কাজ করার একটা নির্দেশনা নেত্রীর আছে, আমরা সেই দিকে এগিয়ে যাচ্ছি। একটু ধের্য ধরুন।’
দল ও সরকারের অবস্থান অপরাধীদের বিরুদ্ধে জানিয়ে সেতু মন্ত্রী বলেন, ‘এখানে শেখ হাসিনা কঠোর অবস্থানে। কোন অপরাধের শাস্তি হয়নি বলুন? অপরাধ করে পার পেয়ে যায় এই কালচার আওয়ামী লীগে নেই, বিএনপিতে থাকতে পারে।’
প্রসঙ্গত, নগরীতে এক অধ্যক্ষকে মারধর নিয়ে সমালোচনার রেশ না কাটতেই এবার এক কোচিং সেন্টারের মালিককে পেটানোর অভিযোগ উঠে চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনির বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনায় বাদী হয়ে মোহাম্মদ রাশেদ নামের ওই ভুক্তভোগী নগরীর পাঁচলাইশ থানায় একটি মামালা দায়ের করেন। এতে রনি ও তার বন্ধু নোমানকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছিলেন রনি। সেখানে ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া দস্তগীরকে দায়িত্ব দেওয়ার কথা উল্লেখ করেছিলেন তিনি।
তবে বৃহস্পতিবার রাত পৌনে ৯ টার দিকে মুঠোফোনে কেন্দ্রিয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ একুশে পত্রিকাকে জানিয়েছেন পদ থেকে রনিকে অব্যাহতি নয়, বহিস্কার করা হয়েছে।
রনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে নিজ গ্রুপের জাকারিয়া দস্তগীরকে ঘোষণা দিলেও এ বিষয়ে রনির এখতিয়ার নেই বলে জানান ছাত্রলীগ সভাপতি সোহাগ। কেন্দ্র থেকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলেও জানিয়েছিলেন ছাত্রলীগের র্শীর্ষ এ নেতা।
তবে রাশেদ চাঁদা ও মারধরের অভিযোগে মামলা করলেও রনির দাবি, রাশেদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটলেও চাঁদা দাবির অভিযোগ সঠিক নয়। ওই কোচিং সেন্টারে তারও অংশীদারিত্ব রয়েছে এবং এ নিয়ে দ্বন্দ্বের জেরে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এ জন্য নিজের ফেসবুক পেজে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের মদদে তার বিরুদ্ধে এসব করা হচ্ছে বলেও অভিযোগ করেন নুরুল আজিম রনি।
এডি/একুশে
