চট্টগ্রামের নতুন পুলিশ সুপার নুরেআলম মিনা

SP Nurealamচট্টগ্রাম: চট্টগ্রামের নতুন পুলিশ সুপার নুরেআলম মিনা পিপিএম বুধবার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। এর আগে তিনি সিলেটের পুলিশ সুপার ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৭৬ সালে জন্ম গ্রহন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ হতে বিএসএস(সম্মান) ও এমএসএস সমাপ্ত করে ২০-তম বিসিএস এর মাধ্যমে ২০০১ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদা, রাজশাহী হতে প্রশিক্ষণ শেষে ২০০২ হতে বি-বাড়ীয়া জেলা, আর্মড পুলিশ ব্যাটালিয়ন বিলাইছড়ি, রাঙ্গামাটি এবং মৌলভীবাজার জেলার কুলাউড়া সার্কেল পদে সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে রেলওয়ে জেলা চট্টগ্রাম, নোয়াখালী জেলা ও ডিএমপি, ঢাকার এডিসি(রমনা বিভাগ), কক্সবাজার এবং চট্টগ্রাম জেলায় অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ২৭ এপ্রিল ২০১৩ পর্যন্ত সুনামগঞ্জ জেলায় এবং ২৮ এপ্রিল ২০১৩ হতে ১৯ জুলাই ২০১৬ তারিখ পর্যন্ত সিলেট জেলার পুলিশ সুপার পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নুরেআলম মিনা পিপিএম, পুলিশ সুপার, চট্টগ্রাম জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর দারফুর, সুদান মিশনে দায়িত্ব পালনকালে জাতিসংঘ শান্তিরক্ষা পদক-এ ভূষিত হন। বাংলাদেশ পুলিশ একাডেমীতে “বেস্ট-ইন-একাডেমীক্স” পদকে ভূষিত হন। বাংলাদেশ পুলিশে তাঁর অসাধারণ দায়িত্ব পালনের জন্য ২০১৩ সালে প্রেসিডেন্ট পুলিশ পদক(পিপিএম) এবং ২০১৪ সালে “আইজিপি ব্যাজ” পদকে ভূষিত হন।

চাকুরী জীবনে তিনি দেশে বাস্তব প্রশিক্ষণ ছাড়াও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়াও মালয়েশিয়ায় কুয়ালালামপুরে রয়েল মালয়েশিয়ান পুলিশ কলেজ হতে “ব্যাসিক কমার্শিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন কোর্স”-এ প্রশিক্ষণ গ্রহণ করেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ০২ কন্যা ও ০১ পুত্র সন্তানের জনক। তিনি দায়িত্ব পালনে চট্টগ্রামবাসীর দোয়া ও সহযোগিতা প্রার্থী।