খালেদার স্বাস্থ্য নিয়ে নোংরা রাজনীতি করছে সরকার : ফখরুল

ঢাকা: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে সরকার নোংরা রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

বেগম জিয়ার সঙ্গে তার স্বজন এবং দলের কাউকে দেখা করতে দেয়া হচ্ছে না বলেও দাবি করেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পূর্ব নির্ধারিত সাক্ষাৎ করতে পারেননি। ১৮ এপ্রিল তারিখে আমিসহ আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ২ নেতাকে কোনো সুস্পষ্ট কারণ ছাড়া ফিরিয়ে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বেগম জিয়া কারাগারে যে বিছানা তার জন্য উপযোগী নয়, তাই চিকিৎসকেরা অর্থপেডিক বেডের সুপারিশ করেছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘প্রহসনের মধ্য দিয়ে ক্ষমতা দখলই হলো আওয়ামী লীগের মূল উদ্দেশ্য। আইনের বিধানকে উপেক্ষা করে দেশনেত্রীকে জামিন দেওয়া হয়নি। বেগম জিয়াকে কারাগারে রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা এটি অমানবিক।’

এ সময় তিনি আরো বলেন, ‘কারাগারের যে কক্ষে বেগম জিয়াকে রাখা হয়েছে তা সম্পূর্ণ সংবিধান পরিপন্থী।’

এসআর/একুশে