চট্টগ্রাম বিমানবন্দরে ১০টি স্বর্ণবার উদ্ধার; গ্রেফতার ১

13770376_1092280607526989_8259890751254430246_nচট্টগ্রাম: চট্টগ্রাম বিমানবন্দরে অপারেশন ‘আইরিন’ চলাকালে ১ কেজি ২৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এরমধ্যে রয়েছে ১০টি স্বর্ণবার ও ১০০ গ্রাম অলঙ্কার।

এ ঘটনায় দুবাই থেকে আসা যাত্রী মোঃ নুরু উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ফ্লাই দুবাই FZ0589 ফ্লাইট যোগে চট্টগ্রামে আসেন নুরু উদ্দিন। কোন ঘোষণা ব্যতিরেকে গ্রীণ চ্যানেল অতিক্রমকালে তাকে আটক করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে তার কালো রংয়ের হাতব্যাগ থেকে স্বর্ণের বারগুলো ও অলঙ্কার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের মূল্য ৪৬ লক্ষ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক শামীমুর রহমান বলেন, চলতি বছরে ৬ বার দুবাই যাতায়াত করেছেন নুরু উদ্দিন। ধারণা করা হচ্ছে তিনি কোন অপরাধ চক্রের সাথে জড়িত। তাকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শুল্ক গোয়েন্দা কর্তৃক দেশব্যাপী সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান ‘আইরিন’ পরিচালনাকালে যাত্রী ব্যাগেজ তল্লাশিকালে এই স্বর্ণ আটক হয়েছে বলেও জানান শামীমুর রহমান।