চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘পবিত্র ঈদুল আযহা’র পর সুবিধামত সময়ে জাতীয় শ্রমিকলীগের পরামর্শক্রমে চট্টগ্রাম মহানগর ও বিভিন্ন অঞ্চলের শ্রমিকলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।’
বৃহষ্পতিবার (২৬ এপ্রিল) দুপুরে জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর, বিভিন্ন অঞ্চল, জাতীয় ও বেসিক ইউনিয়ন নেতৃবৃন্দের সভায় তিনি এসব কথা বলেন।
সকল ভেদাভেদ ভুলে শ্রমিকলীগ নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহবান জানিয়ে আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘মত পার্থক্য ও মতভেদ যাই থাকুক না কেন সকলকে বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ শক্তির কাছে অপশক্তি পরাজিত হতে বাধ্য। সকলে ঐক্যবদ্ধ থাকলে ন্যায় সঙ্গত দাবী আদায় করা সহজ হবে।’
এসময় তিনি চট্টগ্রাম মহানগর এলাকার ৪১ টি ওয়ার্ডে জাতীয় শ্রমিকলীগের গঠনতন্ত্র মোতাবেক কমিটি গড়ে তোলার পরামর্শ দেন।
আ জ ম নাছির উদ্দীন আরো বলেন, ‘মে দিবস উপলক্ষে লালদীঘি ময়দানে শ্রমিক শ্রেনীর বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে। সে সমাবেশে জননেত্রী শেখ হাসিনার সরকারের সাফল্যসমূহ এবং শ্রমজীবি মানুষের জন্য সরকারের গৃহিত কল্যাণধর্মী কার্যক্রম তুলে ধরা হবে।’ এসময় তিনি সকল শ্রমিককে মে দিবসের শ্রমিক সমাবেশে যোগদান করার আহবান জানান।
জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি বখতেয়ার উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক সফর আলী,চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শ্রম সম্পাদক আবদুল আহাদ,চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সাধারন সম্পাদক মাহবুবুল আলম এটলি,পাহাড়তলী অঞ্চলের সভাপতি সফি বাঙালি, দক্ষিণ জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি নুরুল হাকিম, উত্তর জেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক এডভোকেট শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে/এএ
