কোরিয়ার দুই প্রেসিডেন্টের ঐতিহাসিক বৈঠক কাল

ওমর ফারুক হিমেল, দক্ষিণ কোরিয়া : এক দশকের বেশি সময় পর বৈঠকে বসতে যাচ্ছেন উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার দুই নেতা। আগামীকাল শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় প্রেসিডেন্ট মুন জে ইন এবং কিম জং উন পানমুনজমের মিলিটারি ডিমারকেশন লাইনে সাক্ষাৎ করবেন।

এরপরই দুই নেতা অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দিবেন। সকাল সাড়ে দশটায় আলোচনায় মিলিত হবেন দুই দেশের প্রধান।

সকালে প্রথম দফা আলোচনার পর কিম জং উন ও মুন জে ইন আলাদাভাবে দুপুরের খাবার খাবেন। মধ্যাহ্নভোজ শেষে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে সীমারেখায় একটি পাইন গাছের চারা রোপণ করবেন দুই নেতা। বৃক্ষরোপণে যে মাটি ব্যবহৃত হবে তা আনা হয়েছে উত্তর কোরিয়ার পায়েকতু এবং দক্ষিণ কোরিয়ার জেজুর হাল্লা পাহাড় থেকে। চারাগাছে ছিটানো হবে উত্তরের তায়েডং ও দক্ষিণের হান নদী থেকে আনা পানি।

পিস হাউস থেকে পানমুনজনে গিয়ে দুই প্রেসিডেন্ট দ্বিতীয় দফার আলোচনা শুরু করবেন। আলোচনার পর দুই নেতা একটি চুক্তিতে স্বাক্ষর করবেন এবং চুক্তির বিষয়ে ঘোষণা দিবেন।

চুক্তিতে থাকবে স্থায়ী শান্তি ও অপারমাণবিকীরণ বিষয়। দুই কোরিয়ার এই বৈঠকে উদ্বিগ্ন বিশ্বের পরাশক্তিগুলো!

একুশে/ওএফএইচ/এটি