যে কোনো মূল্যে চবিকে সেশনজটমুক্ত করা হবে : উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : দেশের বিশ্ববিদ্যালয়ের ইতিহিাসে সর্বপ্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে মনিটরিং সেল গঠন করা হয়েছে জানিয়ে, যে কোনো মূল্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত ‘শিক্ষা কার্যক্রম মনিটরিং সেল’র ৬ষ্ঠ সভায় তিনি এ কথা বলেন।

উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার পরিবেশসুরক্ষা এবং সেশনজট নির্মূলে যে কোন সিদ্ধান্ত নিতে প্রশাসন দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রণীত একাডেমিক ক্যালেন্ডার অনুসরণ করে শ্রেণীকার্যক্রম শুরু, যথাসময়ে কোর্স শেষ, পরীক্ষাগ্রহণ ও ফলাফল প্রকাশ করা হচ্ছে।’

এসময় তিনি বর্তমানে নব্বই শতাংশ সেশনজট নিরসন হয়েছে জানিয়ে, আগামী সেশনের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেশনজট শতভাগ নিরসন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় মনিটরিং সেলের সচিব সৈয়দ মনোয়ার আলী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটে সেশনজটের বর্তমান অবস্থা সম্পর্কে তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।

শিক্ষা কার্যক্রম মনিটরিং সেলের সভাপতি প্রফেসর ড. শিরীন আখতারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এ এফ এম আওরঙ্গজেব, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহামেদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শংকর লাল সাহা, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আহমদ সালাউদ্দিন ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. অলক পাল, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজ, জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. হেলাল উদ্দীন ও চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জনাব শায়লা শারমিন।

একুশে/প্রেসবিজ্ঞপ্তি/এএ