চট্টগ্রামে ইয়াবা রাখার দায়ে দুইজনের সাজা

Yabaচট্টগ্রাম: নগরীতে ইয়াবাসহ গ্রেফতার দুই ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বায়েজিদ বোস্তামি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, বৃহস্পতিবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান সানির নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।

সাজাপ্রাপ্তরা হলেন- মোঃ জাবেদ (৩০) ও মোঃ সফিক (২৭)।

তাদের মধ্যে ২৩ পিস ইয়াবা রাখার দায়ে জাবেদকে ৪ মাস ও ১৭ পিস ইয়াবা রাখার দায়ে সফিককে ৭ দিন কারাদন্ড দেয়া হয়।

ওসি মহসীন বলেন, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের মোড় এলাকা থেকে জাবেদ ও সফিককে গ্রেফতার করে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ। দুইজনই মাদকসেবী ও ইয়াবা বিক্রেতা।