চট্টগ্রাম : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম মহানগর শাখা।
শুক্রবার (২৭ এপ্রিল) বাদ জুমা নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি এম এ আজি, মো. মিয়া ভোলা, হারুন জামান, ইকবাল চৌধুরী, এডভোকেট আবদুস সাত্তার সরোয়ার, এস এম আবুর ফয়েজ, যুগ্মসম্পাদক এস এম সাইফুল আলম, আর ইউ চৌধুরী শাহীন, ইয়াছিন চৌধুরী লিটন, আবদুল মন্নান, আহমেদুল আলম চৌধুরী রাসেল, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, প্রচার সম্পাদক শিহাব উদ্দিন মবিন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আই চৌধুরী মামুন, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী নুরুল আকতার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এস এম সরোয়ার আলম, তাতী বিষয়ক সম্পাদক মো. আলী, নগর উন্নয়ন বিষয়ক সম্পাদক জিয়া উদ্দিন খালেদ চৌধুরী, নগর যুবদল নেতা সাইফুর রহমান শপথ, নগর ছাত্রদল সভাপতি গাজী মো. সিরাজউল্লাহ, নগর ছাত্রদল সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ভুলু প্রমুখ।
একুশে/প্রেস বিজ্ঞপ্তি/এএ
