চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাসহ তিনজনের কারাদন্ড

chittagong courtচট্টগ্রাম: চট্টগ্রামে রূপালী ব্যাংকের অর্থ আত্মসাতের মামলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ তিন জনকে তিন বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি প্রত্যেককে ৪৯ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ডও দেয়া হয়েছে। বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- রূপালী ব্যাংক খাতুনগঞ্জ আমির মার্কেট শাখার সাবেক ব্যবস্থাপক একেএম লুৎফুল করিম, সাবেক হিসাবরক্ষক আবু কায়সার চৌধুরী ও গ্রাহক অমরেশ চন্দ্র দাশ। বর্তমানে তিন আসামিই পলাতক রয়েছেন।

বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে এক লাখ ৪৮ হাজার টাকা আত্মসাত করেছেন। এই অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তিন আসামির প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৫ সালে রূপালী ব্যাংক খাতুনগঞ্জ আমির মার্কেট শাখা থেকে ওই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে। সেসময় দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক রইস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। ৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে রায় ঘোষণা করা হয়।