বন্দরে ৬৫০ কার্টন বিদেশি সিগারেটের চালান জব্দ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ১৩ কোটি টাকা মূল্যের সিগারেটের চালান ভর্তি একটি কনটেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ। যাতে ৬৫০ কার্টনে ‘৩০৩’ ও ‘মন্ড’ ব্রান্ডের এক কোটি ৩০ লাখ শলাকা রয়েছে।

শনিবার দুপুরে বন্দরের এনসিটি ইয়ার্ডে ২০ ফুট দীর্ঘ কনটেইনারটির কায়িক পরীক্ষা সম্পন্ন করার বিষয়টি গণমাধ্যমকে জানান কাস্টম কর্মকর্তারা।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান সাংবাদিকদের জানান, ঢাকার পুরানা পল্টন এলাকার গ্রাম বাংলা করপোরেশনের নামে ‘এমভি ওয়েল স্ট্রেইটস’ নামের একটি জাহাজে সিঙ্গাপুর বন্দর থেকে বৃহস্পতিবার (২৬ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে আসে ২০ ফুট লম্বা কনটেইনারটি। প্রতিষ্ঠানটির ঘোষণা ছিল ৫৮ দশমিক ৬৯ শতাংশ ডিউটির ৩৩৭ ফোম। কিন্তু কনটেইনারটি স্ক্যানিংয়ের সময় সিগারেটের চালান বলে সন্দেহ হয় গোয়েন্দাদের। পরে সেটি বলে সন্দেহ বন্দরের নিরাপত্তা বিভাগের জিম্মায় দেওয়া হয়।

এরপর কাস্টমস কর্মকর্তারা খোঁজ নিয়ে বিআইএন নাম্বার তদন্ত করে দেখতে পান আমদানিকারক প্রতিষ্ঠানটি ভুয়া। তারা আগে কখনো আমদানি করেনি। পরে শনিবার দুপুরে কনটেইনারটি খোলা হলে সেখান থেকে ‘৩০৩’ ও ‘মন্ড’ ব্রান্ডের ৬৫০ কার্টনে এক কোটি ৩০ লাখ সিগারেটের শলাকা জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৩ কোটি টাকা এবং মিথ্যা ঘোষণার মাধ্যমে রাজস্ব ফাাঁকি দেওয়ার চেষ্টা করা হয়েছে প্রায় ৯ কোটি টাকা। রাষ্ট্রের অনুকূলে সিগারেটগুলো বাজেয়াপ্ত করার পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।