বাবুল আক্তার চাকরিতে আছেন, বললেন আইজিপি

igpচট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তার চাকরিতে আছেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হক।

বৃহস্পতিবার (২১ জুলাই) বিকেলে নগরীর নাসিরাবাদ আবাসিক এলাকায় পুলিশ অফিসার্স মেস উদ্বোধনের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, বাবুল আক্তার চাকরিতে আছেন। কিন্তু অফিসে আসছেন না, যোগাযোগও করেন না। সে বলছে, চাকরি করার মানসিক অবস্থায় নেই। এক্ষেত্রে অফিসে অনুপস্থিত থাকলে আইন অনুযায়ী যা হয়, তা-ই হবে।

জঙ্গি পরিচয় দিয়ে র‌্যাব যে তালিকা প্রকাশ করেছে তা পূর্ণাঙ্গ নয় উল্লেখ করে তিনি বলেন, র‌্যাবের তালিকায় থাকা সবাই জঙ্গি নয়। তালিকাটি পুলিশ যাচাই-বাছাই করছে। পরে জঙ্গিদের পূর্ণাঙ্গ একটি তালিকা প্রকাশ করবে পুলিশ।

আইজিপি বলেন, বিভিন্ন শপিং মল ও শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গি হামলার যে কথা শুনা যাচ্ছে তা সম্পূর্ণ গুজব। জঙ্গিরা ঘোষণা দিয়ে কোথাও হামলা করে না। আতঙ্ক সৃষ্টি করতে একটি মহল এ ধরনের গুজব রটাচ্ছে।