চট্টগ্রামে দুই বাসের সংঘর্ষে নিহত ৪

road accidentচট্টগ্রাম:চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চুনতি খান দিঘি এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৫০ জন। আহতদের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন- কক্সবাজারের চকরিয়ার বাসিন্দা নূরুল আমিন, মহেশখালীর বাসিন্দা মোঃ ইসহাক, অজ্ঞাতনামা ২৫ বছরের এক নারী ও ছয় মাসের এক শিশু।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে চট্টগ্রামমুখী শাহ আমিন সার্ভিসের একটি যাত্রীবাহী বাস কক্সবাজারমুখী সুপার বাস সার্ভিসের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে। এরপর আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন বেসরকারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম বলেন, লোহাগাড়ায় বাস দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আনুমানিক ২৫ বছর বয়সী এক নারীকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

দোহাজারী হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক বলেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে শিশু ও দুইজন পুরুষ নিহত হন। পরে চমেক হাসপাতালে মারা যাওয়া ওই নারী নিহত শিশুটির মা বলে ধারণা করছি। এই নারী-শিশু দুজনের নাম-পরিচয় সন্ধ্যা শুক্রবার ৬টা পর্যন্ত পাওয়া যায়নি।

তিনি বলেন, এই ঘটনায় আহত হয়ে দুই বাসের কমপক্ষে ৫০জন যাত্রী সরকারি-বেসরকারী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার পরপরই দুই বাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে মামলা হয়েছে।