মে দিবস : শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা

চট্টগ্রাম : মহান মে দিবসে কাজে যোগ না দিয়ে মিছিল-সমাবেশে অংশ নেওয়ায় চট্টগ্রাম বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আনা-নেওয়ার কাজ স্বাভাবিক আছে। মে দিবসে এবারই প্রথম কাজে যোগ দেননি চট্টগ্রাম বন্দরের শ্রমিকরা।

মঙ্গলবার (১ মে) সকালের কোন শ্রমিক কাজে যোগ দেননি। বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কনটেইনার পরিবহনেও চালক ও সহযোগীদের উপস্থিত ছিলো কম। তবে দুপুরের পর থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম। শ্রমিক নেতাদের বরাত দিয়ে তিনি জানান, সকালে শ্রমিকরা কাজে না আসলেও দুপুরের পর শ্রমিকরা কাজে যোগ দেবে।

এদিকে সকালে শ্রমিকরা কাজে যোগ না দেয়ায় জাহাজ থেকে কনটেইনার উঠানো-নামানোর ক্রেন অপারেট বন্ধ হয়ে গেছে। ইয়ার্ডে কনটেইার স্থানান্তর এবং ডেলিভারিও বন্ধ হয়ে গেছে। এছাড়া ট্রাক চলাচল বন্ধ থাকায় বন্দরে কনটেইনার ইয়ার্ড থেকে পণ্যও ডেলিভারি হচ্ছে না।

একুশে/ এএ